ঝিনাইদহে মঙ্গলসভা অনুষ্ঠিত

#ঝিনাইদহের চোখঃ
মঙ্গলসভার তৃতীয় আসর অনুষ্ঠিত হলো ২৭ আগস্ট ২০১৯ তারিখ সন্ধ্যায় বেগবতী প্রকাশনী কার্যালয়ে।
আলোচনার বিষয় “ঝিনাইদহের স্থানীয় সংস্কৃতি”।
অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষভাবে উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা জানান ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
আলোচনা করেন ড. নওশের আলম, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, জেলা কালচারাল অফিসার মোঃ জসীম উদ্দীন, সমাজকর্মী ফজলুর রহমান খুররম, পরিবেশবিদ মাসুদ আহমেদ সনজু, গবেষক শরীফুজ্জামান আাগা খান, কেসি কলেজ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মেহেদী হাসান, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী যোগেন বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন পিকু, কবি গুলজার হোসেন গরীব, বাবলুর রহমান, খশরুজ্জামান বাবু, প্রতাপ আদিত্য বিশ্বাস, শুভ কুমার বিশ্বাস, শাকিব, সবুজ প্রমুখ।
সভার শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়ান দিবস স্মরণে আলোচনা ও গান পরিবেশন করেন যোগেন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সুমন শিকদার।