স্বাগত আগত বন্ধু—গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
স্বাগত;
আগত বন্ধু আমার শ্রেণী-প্রভেদ
এই পৃথিবীতে
যদিও তুমি মাত্র এলে
অপ্রতিকূলতার ঠিক বেশে।
ক্ষণিক সময় পার করো তবে
একটুখানি দুধ মুখে দাও
চোখ মেলে দেখো কিছু দর্শন।
এই যে যারা হাতে হাত রাখে
চোখে চোখ রাখে
কথপোকথনে আড্ডা করে
তোমার যত্নে পাগলপারা
নাচাগানাতে মাতিয়ে রাখে
কৌতুকরসে হাসিয়ে তোলে
তোমার হাসিতে সবাই হাসে
কান্না পেলে দুঃখ করে
আসরের ভাষা বুঝিয়ে তোলে
সঙ্গ দিয়ে হাঁটতে শেখায়
নিয়মকানুন দেয় জানিয়ে
খাদ্যাভাসে নেয় জড়িয়ে
যত্ন করে নাইয়ে-দাইয়ে
ঘুম এনে দেয় দু’চোখ জুড়ে।
ভাবো যদি এরা সবাই
তোমার আপন খুব নিকটের
ভাবনা তোমার মিথ্যা হবে
এরা সবাই প্রতিনিধি
শ্রেণী-প্রভেদ প্রতিকূলতার।
দেখবে তুমি তোমার থেকে
একেক করে সরে যাবে
তুমি যেদিন বুঝতে পারবে
এদের শ্রেণী চরম ভাবে।
কচি চোখের দর্শনে কী ভাবছো বন্ধু?
ভাবছো বুঝি ভুল বলেছি ?
এ পৃথিবী বন্ধু এমন জন্মসূত্র শ্রেণী করণ।