ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি জোসনা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আড়পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জোসনা বেগম উপজেলার দুধরাজপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ঝিনাইদহের চােখকে জানান, গত ১২ নভেম্বর শাহপুর ঘিঘাটি গ্রামের (বর্তমানে আড়পাড়ায় বসবাস করে) এক ব্যক্তির স্ত্রীকে, দুই নারীসহ অজ্ঞাত চার ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। পরে কাশিপুর ফাঁকা মাঠের মধ্যে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ১৪ নভেম্বর ধর্ষিতার মেয়ে বাদী হয়ে দুধরাজপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী জোসনা বেগম ও তার মেয়ে রোজিনা বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত চার জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত থাকে। পরে সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে মামলার এজাহারভুক্ত আসামি জোসনা বেগমকে আড়পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।