পাঠকের কথা
শরৎ সান্নিধ্য– কামরুজ্জামান লিটু
#ঝিনাইদহের চোখঃ
নীল গগণের অনন্ত সীমায়
সাদা মেঘের ভেলায় ভেসে,
শরৎ ঋতুর অস্তিত্বের ছবি উঠলো আজ ফুঁটে।
শরতের আগমনে –
মাঠে-ঘাটে -রাস্তার ধারে,
গ্রাম কিংবা শহরে,
সবুজ পাতার সমারোহে –
কদম গাছ সেঁজেছে ফুলে ফুলে।
মৌমাছির গুনগুনানির সুরে,
ডালে ডালে পাখির কলরবে –
মূখোরিত চারিদিক সেঁজেছে নব বঁধুর সাজে।
গগণ মাঝে মেঘের আনাগোনায়
রৌদ-বৃষ্টির খেলায় মেতে
মৌ মৌ সুগন্ধ বাতাসে যায় ছড়িয়ে।
শান্তিসূখের নিবিড়তায় বিজয়ের আহ্বানে
অনন্ত প্রত্যাশায় শরতের সান্নিধ্যে
প্রকৃতি সেঁজেছে নব চিত্তে।