ঝিনাইদহ সদর

ঝিনাইদহে ৪০০ ছাড়ালো ডেঙ্গু রোগীর সংখ্যা (ভিডিও-সহ)

#ঝিনাইদহের চোখঃ

এ সপ্তাহে ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে।

জেলার বিভিন্ন উপজেলায় ৪০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪৬ জন চিকিৎসাধীন রয়েছে। গেলো ২৪ ঘণ্টায় ছয়জন আক্রান্ত হয়েছে। বাকিদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এ জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করলেও এ সপ্তাহে আবার বাড়তে শুরু করেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা নিলে এ রোগ নিরাময় সম্ভব।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আয়ুব আলী জানান, ৪৬ জন ডেঙ্গু রোগী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে। হাসপাতালে পর্যাপ্ত কিট রয়েছে। সচেতনতা আরো বাড়ালে রোগীর সংখ্যা কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button