মসজিদে বেহেশতের আবহ!
তুরস্কের কিরশেহির প্রদেশে হামিদিয়ে কামি মসজিদ নামে একটি মসজিদ তৈরি করা হয়েছে কোরআনে বর্ণিত বেহেস্তের আলোচনার আদলে।
কোরআনের জান্নাতের আলোচনার ক্ষেত্রে যেভাবে আলোচনা করা হয়েছে সেভাবে তৈরির চেষ্টা করা হয়েছে। দামি পেইন্টিংয়ের মাধ্যমে সেখানে ঝরনার ছবি আঁকা হয়েছে। সবুজ গাছ আর সুন্দর চিত্র কল্পনা করে ছবির মতো সাজানো হয়েছে মসজিদটি। এটি ১৯১০ সালে তৎকালীন অটোমান খলিফার শাসনামলে নির্মিত। আজারবাইজানের একজন স্থপতি মসজিদটির দেয়ালের নকশা করেছেন বলে জানা যায়।
তৎকালীন মুসলিম উম্মাহর খলিফা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের নামে এ মসজিদটির নামকরণ করা হয়। অটোমান সাম্রাজ্যের পতনের পর মসজিদটি ধ্বংস হয়ে যায়। এরপর আবারও এটি পুনর্নির্মিত হয়। এ সময় এর নাম পাল্টে ‘হামিদিয়ে কামি’ করা হয়।
মসজিদটির ইমাম সেফা একিনচি বলেন, মসজিদটি আকর্ষণীয় করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। অনেক টাকা খরচ করে এটিতে অভিনব কারুকাজ করার চেষ্টা করা হয়েছে। কোরআনে বর্ণিত বেহেস্তের আলোচনার ওপর ভিত্তি করে এর রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সূত্র : দি ইসলামিক ইনফরমেশন