ঝিনাইদহে ঘাস চাষে বিঘায় লাভ ১৫ হাজার টাকা
#ঝিনাইদহের চোখঃ
গোখাদ্যের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় ঝিনাইদহ জেলায় ধানী জমিতে ঘাস চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।
https://www.youtube.com/watch?v=SO5lvF1i9CA
লাভজনক হওয়ায় প্রতি বছর নতুন নতুন জমিতে ঘাস চাষে ঝুঁকছেন চাষিরা।
প্রাণিসম্পদ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিস সূত্রে জানা গেছে, প্রথমে কোটচাঁদপুর উপজেলায় ১৯৯৫ সালে বাণিজ্যিকভাবে ঘাস চাষ শুরু করে কয়েকজন কৃষক। ঘাস চাষ লাভজনক দেখে অন্য চাষিরাও ধীরে ধীরে ঘাস চাষ শুরু করে।
এরপর কালীগঞ্জ, মহেশপুর, ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় ঘাস চাষে বিস্তার ঘটে।
শৈলকুপার হাবিবপুর গ্রামের চাষি সুজন হোসেন জানান, সাত বিঘা জমিতে ঘাস চাষ করছেন। ঘাস ভালো হলে এক বিঘাতে ৬০ হাজার টাকার আয় হয়। আর বিঘাপ্রতি চাষে খরচ ১৫-১৬ হাজার টাকা। পাইকাররা খেত থেকে ঘাস কিনে নিয়ে যায়। গোখাদ্যের দোকানে ভুসি, ধানের কুড়া ও খুদ চালের সঙ্গে কাঁচা ঘাসও বিক্রি হচ্ছে। এক আঁটি কাঁচা ঘাস খুচরা ২০ টাকা করে বিক্রি হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, জেলায় নতুন নতুন গরুর খামার গড়ে উঠছে। এজন্য ঘাসের চাহিদা বাড়ছে। ঘাস চাষও বাড়ছে