ঝিনাইদহ সদর
ঝিনাইদহে এ সি আই মটরস্’র সোনালীকা- ডে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা
মোঃ সালাম হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে এ সি আই মটরস্’র সোনালীকা – ডে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জোহান ড্রীম ভ্যালী পার্ক মাঠে রবিবার সকাল থেকে সোনালীকা- ডে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর জি এম সেলস্ মোঃ সাহেদ আল আমিন, সিনিয়র রিজিওনাল সেলস্ ম্যানেজার মোঃ আবু আল ইমরান,এরিয়া সেলস্ এক্সিকিউটিভ মোঃ আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ প্রতিনিধি ডিলার ইয়ানুর রহমান রয়েল (মেসার্স রয়েল মটরস্) সহ আরো অনেকেই।সোনালীকা – ডে বার্ষিক সার্ভিসে আয়োজন করা হয় গাড়ীর ফ্রি সার্ভিস, হেলথ্ চেক আপ,লাইভ স্রাকস্,রিং খেলা, গাড়ী খেলা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ সি আই মটরস্ সেলস্ মোঃ সাহেদ আল আমিন সহ অন্যান্য কর্মকর্তারা।