ক্যাম্পাসঝিনাইদহ সদর
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ (ভিডিও সহ)
ঝিনাইদহের চোখঃ
ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।
আজ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের কলেজের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাগামী সকল প্রকার যানবাহন। শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে গত ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা। পরে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।