ক্যাম্পাসহরিনাকুন্ডু

হরিণাকুন্ডু আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আগুন

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুÐু আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলার মিলনায়তন কক্ষটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ফায়ার সার্ভীস ও বিদ্যালয় কতৃপক্ষ সুত্রে জানা গেছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারনা করা করছে সবাই ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো বলেন, শুক্রবার ভোরে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে এ আগুনের স‚ত্রপাত হতে পারে, তিনি ৭টা ১৫ মিনিটে মোবাইলে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়ে স্কুলে ছুটে আসেন , তিনি আরও জানান আগুনে মিলনায়তনের ৫০ জোড়া বেঞ্চ, ১০টি ফ্যান, হোয়াইট বোর্ড, লেকচার টেবিল, টিনের চালা ও চাটইসহ সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।হরিণাকুÐু ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে তিনি ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সট সার্কিট থেকে ভোরে এ আগুনের স‚ত্রপাত বলে ধারনা করছেন তিনি , আগুনে প্রতিষ্ঠানটির প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও তিনি জানান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের মিলনায়তন আগুড়ে পুড়ে যাওয়ায় ৮ম শ্রণীর ছাত্র ছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটবে, তিনি জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলের কাছে মিলনায়তনটির সংস্কার ও আসবাবপত্রের জন্য সহযোগিতা কামনা করেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button