ঝিনাইদহের নবগঙ্গা নদী রক্ষার দাবীতে মানববন্ধন (ভিডিও সহ)
এম.এ জলিল, ঝিনাইদহের চোখঃ
‘বাঁচাও নবগঙ্গা, সাজাও ঝিনাইদহ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের নবগঙ্গা নদী দখলমুক্ত ও পুনঃখননের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বিশ্ব নদী দিবস উপলক্ষে ঝিনাইদহে নদী দখলবাজদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে স্থানীয় শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ঝিনাইদহ সামাজিক আন্দোলন নবগঙ্গা রক্ষা পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ বিশ্ব নদী দিবস। ঝিনাইদহের ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় ১২টি নদী খননের অভাবে ও অবৈধ দখলদারদের কবলে পড়ে সরু মরা খালে পরিণত হয়েছে। প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে বাড়ি-ঘরসহ নানা স্থাপনা গড়ে তুলেছে। অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে নদীগুলো নব্যতা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মাবনবন্ধনে ঝিনুকদহ ভাষা পরিষদ, পরিবশে ও জীব বৈচিত্র্য কমিটি, মহিলা পরিষদ, নারী সমাজ কল্যান সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নিরাপদ সড়ক চাই সহ ৩১টি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
এসময় বক্তারা, ১৯২৬ সালের ম্যাপ অনুযায়ী নবগঙ্গা নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদার উচ্ছেদ ও নদী পুনঃখননের দাবী জানান।