কালীগঞ্জে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এ সময় বক্তারা বলেন, কোনো ক্রমেই বাল্যবিয়ে হতে দেওয়া যাবে না। বাল্যবিয়ের ফলে পারিবারিক ও সামাজিক সমস্যা তৈরি হয়। বাল্যবিয়ের শিকার মেয়েদের জীবন ঝুঁকির মধ্যে থাকে। ছেলে শিশুর পাশাপাশি কন্যা শিশুর প্রতি সমান দৃষ্টিতে দেখতে পিতামাতাদের আহবান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএস জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস প্রমুখ।