ঝিনাইদহে বজ্রপাতে মারা গেলো কৃষক \ অন্য গ্রামে গরু
সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের পল্লীতে বজ্রপাতে রবিউল ইসলাম রবি জোয়ার্দ্দার (৫৩) নামের এক কৃষক নিহত হয়েছেন।
বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কালুখালী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মতলেব জোয়ার্দ্দারের ছেলে। একই সময়ে উপজেলার পাঁচ শ্রীরামপুর গ্রামের মোক্তার হোসেনের একটি গাভী বজ্রপাতে নিহত হয়েছে।
প্রতিবেশী ইউপি সদস্য পিন্টু মিয়া জানান, বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে আকাশে ঘন কালো মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় কৃষক রবি জেয়ার্দ্দার বাড়ি থেকে অল্প দুরের মাঠের মধ্যে চরে বেড়ানো তার গরু আনতে যান। তখন ঘনঘন বজ্রপাত হতে থাকে।
এক পর্যায়ে মাঠের মধ্যেই প্রচন্ড এক শব্দের বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কালীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। একই সময়ে উপজেলার পাঁচ শ্রীরামপুর গ্রামের মোক্তার হোসেনের মাঠে চরে বেড়ানো একটি গাভী বজ্রপাতে মারা গেছে বলে নিশ্চিত করেছেন ওই গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম।