কালীগঞ্জটপ লিড

কালীগঞ্জে একরাতে ৬টি দোকানে চুরি

শিপলু জামান, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কালীগঞ্জে একরাতে তালা ভেঙ্গে ৬ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে ।

বৃহঃবার ভোর রাতের সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের মধূগঞ্জবাজারের বাহাদুর মার্কেট এ ঘটনাটি ঘটে ।

জানাগেছে , কালীগঞ্জ শহরের বাহাদুর মার্কেটে তালা ভেঙ্গে প্রবেশ করে বোস জুয়েলার্স ৬ ভরি স্বর্ণ , ২০ ভরি রুপা , ৩০ হাজার টাকা , আরকে সিটি গোল্ড থেকে ক্যাশ বকস ভেঙ্গে ৩৫ হাজার টাকা , মায়েরদোয়া শাড়ী হাউজ ১০ হাজার টাকা , জেসমিন জেনারেল স্টোর থেকে ৩ হাজার টাকা , পাবনা শাড়ী হাউজ থেকে ১২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ওসি ইউনুস আলী জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button