ঝিনাইদহের জীবৈচিত্র্য হুমকির মুখে
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ক্ষেতের ফসল রক্ষা করতে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার করা হচ্ছে। আর এই জালে প্রতিদিন পাখি নিধন হচ্ছে।
বর্তমানে অনেক বেগুন, উশি, চিচিংগা ক্ষেতে ৩০-৩৫ ফুট উঁচু করে ফসলি জমির পারপাশে কারেন্ট জালের বেড়া দিয়েছে অনেক চাষি।
ফলে খোলা আকাশের নিচেই কারেন্ট জালের বেড়া থাকায় পাখি চলাচল করতে জালে আটকে গিয়ে মারা যাচ্ছে।
জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুর রহিম বলেন, সাধারনত প্রজাপ্রতি, উড়ে বেড়ানো পোকার আক্রমন থেকে ফসল বাঁচাতে কারেন্ট জালের ব্যবহার করছেন বেগুন ক্ষেতে।
কিন্তু জমিতে আসা পাখিও অনেক সময় জড়িয়ে মারা যাই। তবে আগামিতে আর এই জালের ব্যবহার করবেন না বলে জানান তিনি। শুধু তিনিই নয়, মাঠের অন্যান্য জমিতে পোকা দমনের জন্য কারেন্ট জাল ব্যবহার করছেন।
সচেতন ব্যাক্তিদের অভিমত, চাষিরা ক্ষেতের ফসলে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকে। কিন্তু ভালো ফল না পাবার কারনে কারেন্ট জাল ব্যবহার করে উড়ে বেড়ানো প্রজাপ্রতি, ফলছিদ্রæকারি পোকা দমনের জন্য সচেতনতার অভাবে কারেন্ট ব্যবহার করে থাকে। তারা কারেন্ট জালের কুফল না জেনেই জীবৈচিত্র্যকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে কারেন্ট জালের ব্যবহার থেকে বিরত থাকা সম্ভব বলে তারা মনে করেন।