ঝিনাইদহের কোটচাঁদপুরে এই প্রথম ইভিএমে ভোট হচ্ছে (ভিডিও সহ)
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই প্রথম কোটচাঁদপুর উপজেলাতে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে একটানা বিকাল ৫ টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন।
ভোট দিতে আসা ভোটাররা জানান, প্রথম ইভিএম এ ভোট দিচ্ছি ভালোই লাগছে। কোনো সমস্যা হচ্ছে না। তবে এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি, ৯৬১ জন পুলিশ, ১৭২৭ জন আনসার সদস্যসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ টহল দিচ্ছেন।
এ নির্বাচনে উপজেলা দুটিতে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে মহেশপুর উপজেলাতে ১১৩ টি কেন্দ্রের মাধ্যমে ২৫২০৯১ জন এবং কোটচাঁদপুর উপজেলাতে ৫৩টি কেন্দ্রের মাধ্যমে ১০৮৮৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।