পাঠকের কথা
নিরাপদ সড়ক চাই——-মোঃ সম্রাট শাহ্
ঝিনাইদহের চোখঃ
আমি তো নিরাপদ নই
তবুও নিরাপদ সড়ক চাই।
আমরা তো মানি না আইন
কেমনে আবার আইনের বাস্তবায়ন চাই।
তবুও নিরাপদ সড়ক চাই।
আইনের তো আর বাধা নাই
তবে কেন রাজনৈতিক আশ্রয় পাই।
তবুও নিরাপদ সড়ক চাই।
১৮-এর ভয় নাই
ছাএ সমাজের অধিকার চাই।
যতখন না আপনি হচ্ছেন সতর্ক
কখনও করবেন না বিতর্ক
তবুও নিরাপদ সড়ক চাই।
পুলিশ তো মস্তান নই
শাসনের ও তো কমতি নাই।
তবুও নিরাপদ সড়ক চাই।
সবারই আছে ব্যার্থতা–
পুলিশ,ছাএ,শিক্ষক,যানবহন,সরকারের তদারকি,এমন কি পথচারী।
সকলের একটাই দাবি
নিরাপদ সড়ক চাই।