ঝিনাইদহে ফুল চাষীরা দুঃশ্চিন্তায়
রাসেল আহাম্মেদ
ঝিনাইদহ গান্না বাজারে জমে উঠেছে ফুলের বাজার, তবে দাম নিয়ে একটু দুশ্চিন্তায় ফুল চাষিরা ।
গান্না ফুলের বাজারে যেয়ে কথা হয় কয়েকজন ফুলচাষি ভাইদের সাথে, গান্না বাজারের পাশেই বাড়ি শাহিন মিয়া নামক একজন ফুলচাষি আমাদের জানান শীতের শুরুতে আমাদের নতুন ফুল বাজারে আসে, তবে এবছর ফুলের তেমন দাম পাচ্ছি না,তাই কিছুটা দুশ্চিন্তায় আমরা ।
গান্না বাজারে প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকাল ৫ পর্যন্ত ফুল বেচাকেনা হয়, ফুল হিসাবে গান্না বাজারে পাওয়া জায়, গাঁদা, রজনী, গোলাপ, স্টিক, কালার ও বিভিন্ন রকম ফুল, দাম নিয়ে একজনের সাথে কথা বললে তিনি জানান, গাঁদা ৫০ থেকে ৭০ টাকা ঝোপা, রজনী ১টাকা থেকে ২টাকা গোলাপ ১টা থেকে ২টাকা ।
স্থানীয় ফুল চাষি রিজাউল মিয়া জানান, গান্না বাজারের ফুল সারা বাংলাদেশে যায়, এখানে বাইরে থেকেও অনেক বেপারী আসে,গান্না বাজারের ফুল রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সৈয়দপুর, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে যায়।