ঝিনাইদহে জেব্রাক্রসিং আঁকা ও লিফলেট বিতরন
মোঃ হাবিব ওসমান
ঝিনাইদহের কালীগঞ্জে “নিরাপদ সড়ক চাই” কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতা মুলক নির্দেশনার জন্য জেব্রাক্রসিং আঁকা ও লিফলেট বিতরন করা হয়েছে।
রবিবার সকাল ১০টা কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে ”নিরাপদ সড়ক চাই” (নিসচা) কালীগঞ্জ শাখার আহবায়ক শিপলু জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরন ও জেব্রক্রসিং আঁকা উদ্বোধন করেন, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ।
নিরাপদ সড়ক চাই কালীগঞ্জ শাখার সকল সদস্যবৃন্দ দু’ঘন্টা ব্যাপী শতাধিক যানবাহনে বিভিন্ন ধরনের সচেতনতামুলক লিফলেট বিতরন, স্টিকার সাটোনো, মহাসড়কের নিমতলা বাসষ্ট্যান্ড ও মেইন বাসষ্ট্যান্ডে জেব্রাক্রসিং আঁকা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফাইজুর রহমান চুন্নু , সদস্য সচিব আশিকুর রহমান সোহাগ , যুগ্ন – আহবায়ক -১ জমসেদ নাসির খান বনি, যুগ্ন-আহবায়ক -২ মিশন আলী , নির্বাহী সদস্য হাবিব ওসমান, রাজু আহমেদ , আহসান কবির, তানজির রহমান তকি, মারুফ হোসেন, সাইফুল ইসলাম, শাহ আলম, নাজমুল হাসান, আশিক এলাহী, সাকিব আহমেদ, রাজন পারভেজ , সুভাস দাস প্রমুখ ।