ঝিনাইদহে দুর্বৃত্তদের হামলায় সাংসদের পিএস কামাল-সহ ২ জন আহত

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহে চোখঃ
ঝিনাইদহ শহরে দুর্বৃত্তদের হামলায় ঝিনাইদহ সদর আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী কামাল হোসেন(৪৫) ও তার সাথে থাকা পলাশ (৪০)নামের এক ব্যাক্তি যে ধারান অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন পলাশ জানায়, ঝিনাইদহ কেসি কলেজের পশ্চিম পাশে অবস্থিত ব্র্যাক ব্যাংকের নিজ তলায় অফিসে কালাম বসে ছিল। এই সময়ে রাত সাড়ে ৯ টার দিকে এক দল দুর্বৃত্ত ধারাল অস্ত্র নিয়ে কামাল ভাইয়ের উপর হামলা চালায়। আমি তাদের ঠেকাতে গেলে তারা আমার উপর হামলা চালায়। আমরা তাদের চিনেছি তবে নাম বলতে পারব না। এই ঘটনা জানার সাথে সাথে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান হাসপাতালে ছুটে যান।
পুলিশ সুপার হাসপাতালে উপস্থিত সাংবাদিকের জানান, দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। তবে কারা কি উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা জানা যায় নি। ঘটনার সাথে জড়িতদের তাড়িতাড়ি গ্রেফতার করা হবে।