কালীগঞ্জ পুলিশের সহয়তায় ভুল বিকাশ নাম্বারে যাওয়া টাকা ফেরত
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ভুল বিকাশ নাম্বারে যাওয়া টাকা ফেরত পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের আনজুরা বেগম নামে এক গৃহিনী।
ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশের প্রচেষ্টায় দরিদ্র আনজুরা বেগম ভুল নাম্বারে যাওয়া ৪০ হাজার টাকা ফেরত পান। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।
বুধবার (২০ নভেম্বর) সকালে টাকা হাতে পেয়ে খুশি হয়ে আনজুরা বেগম জানান, গত সোমবার বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সময় ভূলবশত তার ৪০ হাজার টাকা অন্য বিকাশ নম্বরে চলে যায়। এরপর তিনি কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়াকে বিষয়টি জানান।
থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন, আনজুরা নামের এক গৃহবধূ মোবাইলের ভূল বিকাশ নম্বরে প্রেরন করে। এরপর সে থানায় এসে একটি সাধারন ডায়েরী (জিডি) করে। তার জিডির প্রেক্ষিতে আমরা মোবাইলের কল লিষ্টের মাধ্যমে বুধবার (২০ নভেম্বর) পাবনা জেলার সাথীয়া বাজারের একটি বিকাশ এজেন্টের নিকট থেকে উদ্ধার করা ৪০ হাজার টাক আনজুরা বেগমের নিকট হস্তান্তর করা হয়।