নারী ও শিশুর উপর সহিংসতার বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
“নারী ও শিশুর উপর ধর্ষণ ও সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ঘন্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এইড ফাউন্ডেশনের আয়োজনে বুধবার বিকালে ঝিনাইদহের জেলা শহরের পায়রা চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আলোচনা বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকু,সুরাইয়া পারভীন মলি,ডাস এর নির্বাহী পরিচালক আজাদ,সোভার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, ডাস এর চন্দন বসু মুক্ত,অধ্যক্ষ সাইদুর রহমান,জিহাদুল কবির,উই এর প্রতিনিধি আসমা খাতুন,এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা,“জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প”র প্রশাসনিক ও অর্থ কর্মকর্তা মনিরুজ্জামান,এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষ, মাঠ সহায়ক পারভীন আক্তার, মাঠ সহায়ক আসমা পারভীন,উন্নয়ন কর্মি ময়না খাতুন, জোনাকী খাতুন প্রমূখ।
এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের (এম.জে.এফ) সহযোগিতায় ও বিভিন্ন এনজিওর সমন্বয়ে মানববন্ধনে মহিলা,পুরুষ,ছাত্র-ছাত্রী,যুবক, ব্যবসায়ী,সাংবাদিক, শিক্ষক,সুশিল সমাজের প্রতিনিধি,জনপ্রতিনিধি,সমাজ কর্মি, উন্নয়ন কর্মি ,বিভিন্ন এনজিও পরিচালকগন সহ বিভিন্ন শ্রেনী পেশার ৩শতাধিক মানুষ অংশ নেন।