মেধাবী তারিকুজ্জামান কে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
সামাজিক যোগাযোগের মাধ্যম “ঝিনাইদহের চোখ” এ গত ২৪ নভেম্বরে নিউজ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে সাহায্যের আবেদনের খবর পড়ে ব্যথিত হয়ে বিম্ববিদ্যালয়ে ভর্তীর জন্য তারিকুজ্জামকে বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে আর্থীক সহায়তা দিলেন হৃদয়বান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
তারিকুজ্জামান উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপূর গ্রামের হতদরিদ্র দিনমজুর(কিডনি রোগে আক্রান্ত)সব্দুল হক এর ছোট ছেলে সে এসএসসিতে এবং এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে । পাবলিক বিস্ববিদ্যালয় রাজশাহী , জাহাঙ্গীরনগর এবং ইসলামীতে ভর্তী পরীক্ষায় মেধা তালিকায় উর্তীর্ণ হওয়ার পরও তার ভর্তী অনিশ্চিত ছিল কারণ অসুস্থ বাবার পক্ষে তার ভর্তীর টাকা জোগাড় করা সম্ভব ছিল না । সব্দুল হকের নিজের কোন জমি নেই শ্রীপূর বড় ক্যনালের ধারে শ্বশুর শামছেল মন্ডলের দেওয়া সামান্য জমিতে তার বসবাস , দিন আনা দিন খাওয়া পরিবারের বড় ছেলে সোহেল প্রতিবন্ধী। আর্থীক সহযোগীতা পেয়ে আনন্দে চোখের জ্বল ফেলা সব্দুল হক বলেন ঘাড়ের বোঝা অনেকটা হাল্কা হলো।