কালীগঞ্জে পরিবার কল্যাণ সেবা উপলক্ষে এ্যাডভোকেসি সভা
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ -২০১৯ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার ”পরিকল্পণা গ্রহন করি, কৈশর কালীন মাতৃত্ব রোধ করি” এই শ্লোগানকে সামনে নিয়ে আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ -২০১৯ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ডাঃ কামাল হোসেন মেডিকেল অফিসার মাও শিশু স্বাস্থ্য, তরুন কুমার দাশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস,জামাল ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পীযুষ বিশ^াস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, কালীগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার ডঃ মামুনুর রশিদ। সভায় বাল্যবিয়ে, ২০ এর আগে গর্ভধারণ নয়, ও ডেঙ্গু মশার নিধনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।