৩৭৭ কোটি টাকা লোকসান নিয়ে মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুম শুরু
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
৩শ ৭৭ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে মোবারকগঞ্জ চিনিকল ২০১৯-২০২০ মাড়াই মৌসুম শুরু হয়েছে গতকাল শুক্রবার।
৫৩ তম আখ মাড়াই উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। মিলটি ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে এই চিনিকলটি প্রায় ৭৭ কোটি ৭০ লাখ টাকা লোকসান দিয়েছে।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন খালেদা খানম এমপি (মহিলা সংরক্ষিত), আব্দুল মান্নান সভাপতি কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, জাহাঙ্গীর সিদ্দীকি ঠান্ডু উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, আখ চাষি ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম, প্রমুখ। বিকাল ৪ টায় ডোঙ্গায় আখ ফেলে প্রধান অতিথি মোচিকের মাড়াই মৌসুম উদ্ভোধন করেন।
মোবারকগঞ্জ চিনিকল সুত্রে জানা যায়, চলতি ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুমে চিনিকলটি প্রায় ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার ৬৮৮ মেট্রিক টন চিনি আহরনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। আর চিনি আহরনের হার ৬.২৫%। কার্যদিবস ধরা হয়েছে ১০০ দিন। এ মৌসুমে আখ রয়েছে প্রায় ৬ হাজার ২শ একর জমিতে। আখ চাষী রয়েছে প্রায় সাড়ে ৫ হাজার।