কালীগঞ্জে নদীর সীমানা নির্ধারণ করে টানানো হয়েছে লাল নিশান
জামির হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত বুড়ি ভৈরব নদের খনন কাজ শুরু হয়েছে। অবৈধ দখলদারদের কারণে হাসিলবাগ ও মাশলিয়া এলাকায় খনন ব্যহত হয়। স্থানীয়রাও পানি উন্নয়ন বোর্ডের কাছে দখলদার উচ্ছেদের দাবি জানিয়ে আবেদন করে।
সোমবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদী মেপে নদীর জায়গা নির্ধারণ করে দেন। এ সময় জনৈক সিদ্দিকুর রহমানের অবৈধ দখলকৃত পুকুরে লাল নিশান টানিয়ে দেয়া হয়। এ পুকুর নিয়ে গ্রামবাসীর অভিযোগ ছিল।
নদীটিতে নাব্যতা ফিরিয়ে আনতে খননে সরকারের প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয় হচ্ছে।
মাশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, অবৈধ ভাবে নদীর জায়গা দখল করে পুকুরটি তৈরি করা হয়েছিল।
পানি উন্নয়ন বোর্ডের যশোর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইনজামামুল হক রোহান জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার মাপা হয়েছে। সিদ্দিকুর নামের নামে এক ব্যক্তির পুকুরের অর্ধেকটা নদীর জায়গা হিসেবে পাওয়া গেছে। যেখানে লাল নিশানা দেয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা বলেন, বুড়ি ভৈরব দখল করে একজন পুকুর কেটেছেন যা মেপে পাওয়া গেছে এমন কথা তিনি শুনেছেন। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে দখলমুক্ত করা হবে।