মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। জাতি এর সুফল ভোগ করবে। তাই বলা যায়-শিক্ষাই শক্তি, শিক্ষাতেই মুক্তি। যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সূবর্ণ রানী সাহা এসব কথা বলেন।
তিনি আরো বলেন শিক্ষার্থীরা শিক্ষার উদ্দেশ্য হলো তাদের মনে ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলা, শিষ্টাচার, অসাসম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, কৌতূহল, প্রীতি, সৌহার্দ্য, অধ্যবসায় ইত্যাদি নৈতিক ও আত্মিক গুণ অর্জনে সহায়তা করা এবং তাকে বিজ্ঞান ও সংস্কৃতিমনস্ক করা, কুসংস্কারমুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা। এই সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।