ঝিনাইদহে হরিজন কলোনীর বাচ্চারা আর অবহেলিত নয়- মেয়র মিন্টু
মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ঝিনাইদহ পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের সন্তানদের মাঝে বিনামূল্যে বই সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শহরের চাকলাপাড়া হরিজন কলোনীর বান্ঠালাল বাঁশফোড় শিশু শিক্ষা নিকেতনের প্রায় ৩৫ জন বাচ্চাকে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক, বই, খাতা, কলম সহ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক তানভির আহম্মেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বান্ঠালাল স্কুলের প্রতিষ্ঠাতা সাইদুল করিম মিন্টু।
এ সময় তিনি বাচ্চাদের উদ্দেশ্যে বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন। তারই কাজের বাস্তবায়ন করতে ঝিনাইদহ পৌরসভা ছোট্ট গোন্ডির ভেতরে থেকে কাজ করে যাচ্ছে।
আজ ঝিনাইদহের হরিজন কলোনীর বাচ্চারা আর অবহেলিত নয়।