ঝিনাইদহ বৈডাঙ্গা জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা জুনিয়র হাইস্কুলে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়ার ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ই জানুয়ারি ) সকাল ১০ টায়, জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলা শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ জহুরুল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ মোশারেফ হোসেন সহ অত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা।
বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ৬ষ্ট শ্রেণি ও নবম শ্রেণির শিক্ষার্থীরা। তুমুল উত্তেজনা আর ব্যাট বলের ছয় চারে ম্যাচটি সমাপ্ত হয় , অবশেষে জয় পায় ৬ষ্ট শ্রেণী।
খেলা শেষে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বিজয় ট্রফি তুলে দেওয়া হয়।
শিক্ষক ও এলাকাবাসীর সচেতন মহল মনে করেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
অনুষ্ঠান পরিচালনা করেন গণিত বিভাগের শিক্ষক মোঃ আহসান হাবিব মহসিন ।