কালীগঞ্জ
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জ থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিয়াকত আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ নভেম্বর) ভোরে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার (ওসি) ইউনুচ আলী এ তথ্য জানিয়েছেন।
লিয়াকত চাঁদবা একতারপুর গ্রামের বাসিন্দা।তিনি একটি যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি ।
ওসি ইউনুচ আলী বলেন, ‘লিয়াকত আলী সিআর ৬৩৬/১৫ নং যৌতুক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিল। বুধবার ভোর রাতে থানার এএসআই জহিরুল ইসলাম গোপন সংবাদের অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।