ঝিনাইদহে ১২ লক্ষাধীক টাকার চেক বিতরন
সাজ্জাদ আহমেদ-
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৭-১৮ অর্থ বছরের ১২ লক্ষাধীক টাকার অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এউপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেডিস ক্লাব এর সভাপতি ও জেলা প্রশাসক পতœী শ্যামলী রানী নাথ।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরীফা আক্তার, কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সি ফিরোজা সুলতানা, শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম , নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন ইসলাম,ইউ এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার তাসলিমা খাতুন। আলোচনা সভা পরিচালনা করেন কালিগন্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম।
অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রদীপ সাহা,প্রশিক্ষক ফৌজিয়া হক জুই,ইব্রাহিম হোসেন,এসএম সোহেল রানা,শিললুর রহমান,প্রদীপ সাহা প্রমূখ।আলোচনা শেষে প্রধান অতিথি লেডিস ক্লাব এর সভাপতি ও জেলা প্রশাসক পতœী শ্যামলী রানী নাথ ও অতিথিগন বিভিন্ন ক্যাটাগরি ৭১টি সমিতির সভাপতি ও সম্পাদিকার কাছে চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে আগে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে লেডিস ক্লাব এর সভাপতি ও জেলা প্রশাসক পতœী শ্যামলী রানী নাথ ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।