ক্লাস চালুর দাবীতে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
২য় শিফটের ক্লাস চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ সকালে কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় শিক্ষর্থীরা জানান, ২০১৫ সালের বেতন স্কেলে ভাতা দেওয়ার দাবীতে চলতি মাসের ১ তারিখ থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস বন্ধ রেখেছে শিক্ষকরা। এতে এতে অনিশ্চিত হয়ে পড়েছে ২য় শিফটের ৭’শ শিক্ষার্থীদের লেখাপড়া। তারা দ্রæত ক্লাস চালুর দাবী জানান।
মানবন্ধন শেষে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, ২য় শিফটের ক্লাস নেওয়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের সরকারি ভাবে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী মুল বেতনের ৫০ ভাগ ভাতা দেওয়া হতো। কিন্তু দেড় বছর আগে ২০০৯ সালের বেতন স্কেলের ৫০ ভাগ দেওয়া হচ্ছে। শিক্ষকরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ভাতা দেওয়ার দাবীতে চলতি মাসের ১ তারিখ থেকে ক্লাস বন্ধ রেখেছে।