খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে মুজিববর্ষ হোক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন পুরণ। এ পতিপাদ্যে নিয়ে কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্র্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী কল্যান ট্রাষ্ট শিক্ষা মন্ত্রনালয় এর সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ মশিউর রহমান তাজু, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম লাবলু, ময়েন উদ্দিন আহম্মেদ, মতিয়ার রহমান প্রমুখ।
বক্তরা বলেন শিক্ষকদের শিক্ষক সুলভ আচরণ ও দ্বায়িত্বশীল হতে হবে তাহলেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সম্ভব।