পাঠকের কথা
মিথ্যা পুষে রেখেছি—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
একটি চরম মিথ্যা পুষে রেখেছি
গোত্রপিতা থেকে আমি, কত শতক ধরে
ভয়, লোভ আর চাতক বিশ্বাসে।
এই বিশ্বাসের গণ্ডি ভেঙে দিয়েছে
শক্তি ধরা পণ্ডিত একেলে প্রযুক্তি শিশু।
এই প্রজন্মের দৃষ্টিতে পুড়ছে আত্মবিশ্বাস
নামাক্ষর, প্রতিকৃতি, অনুস্মরণের সিঁড়ি,
অবশিষ্ট থাকছে না ছাই, আমাদের বিশ্বাস।
অন্ধের কাছে অন্ধের হাত, এক ডোবা জল
ডিঙিয়ে যাওয়া উইঢিবির প্রতিবন্ধকতা
ছোট্ট উঠোন, ক্ষুদ্র পৃথিবী, অনেক বড়।
নবজাতকের চোখে সাগর স্বচ্ছ এক গ্লাস জল
চারপাশ থেকে দেখে তার সমগ্র, নতুন নাবিক।
এই পৃথিবী নাবিকের সকালের নাস্তা
অন্য গ্রহগুলো দুপুর ও রাতের খাবার।
অচিরেই আলোকিত প্রজন্ম ঠাট্টা করবে
দৃষ্টি, পথ, আত্মবিশ্বাসে থুক ফেলবে
আমাদের ঔরসে জন্ম নেয়া পরবর্তী চালক।
এখন বিশ্বাস হচ্ছে মনে
একটি চরম মিথ্যা পুষে রেখেছি
গোত্রপিতা থেকে আমি, কত শতক ধরে
ভয়, লোভ আর চাতক বিশ্বাসে।