কালিগঞ্জে অভিজ্ঞতা বিনিময় ও কৃষক সমাবেশ
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালিগঞ্জের পলীতে অভিজ্ঞতা বিনিময় ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এইড ফাউন্ডেশন এর আয়োজনে মঙ্গলবার বিকেলে জেলার কালিগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে অভিজ্ঞতা বিনিময় ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞতা বিনিময় ও কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম,ঝিনাইদহের কৃষি প্রকৌশলী (সেচ) উজ্জল কুমার কর,সেফ এর প্রজেক্ট ম্যানেজার পরিমল কুমার রয়,এশিয়া আর্সেনিক নেটওর্য়াক এর প্রতিনিধি শামীম উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ,প্রজেক্ট ডিরেক্টর সাগুপ্তা সুলতানা,প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান,এইড ফাউন্ডেশনের হিসাবরক্ষক যুথিকা বিশ্বাস, পিও জিহাদুল ইসলাম,কবির হোসেন,সিও লাবনি খাতুন,নুপুর বিশ্বাস,ঝর্ণা রানী,কৃষক নেতা ছন্টু মিয়া,শাহাজান আলী প্রমূখ। এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে “স্থায়ীত্বশীল কৃষি চর্চার প্রসার ঘটানো প্রকল্প”র জাপান সরকারের অর্থায়নে শতাধিক কৃষক-কৃষাণী,সরকারী কর্মকর্তা,গনমাধ্যম কর্মি সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।
কৃষক নেতা ছন্টু মিয়া বলেন,আমাদের কৃষকরা ধানের জমিতে এখন বর্তমান রবিশষ্য,গম,মসুরি,খেসারী ও সব্জী চাষ করছে ও কৃষাণীরাও অধিক আগ্রহী হয়েছে।ভেজানো শুকানো পদ্ধতিতে কৃষক ধানের চাষ করছে।এতে পানি সাশ্রয় হচ্ছে।এছাড়াও কৃষকরা ভারমি কম্পষ্ট,মাটি পরিক্ষা,বীজ সংগ্রহ,সংরক্ষণ ও বাজারো বিক্রী অব্যাহত রেখেছেন।