শৈলকুপায় অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
এম হাসান মুসা, ঝিনাইদহের চোখঃ
প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট প্যাপার, ভোটার তালিকা, অমোচনিয় কালি, ভোট প্রদানের গোপন কক্ষ সবই আছে। এ ভাবেই ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে ঝিনাইদহের শৈলকুপার সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।
রবিবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট প্রদান করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট থেকেই গনতান্ত্রিক চর্চা, সেবার মনোভাব ও নিজেকে আত্মবিশ^াসী হিসাবে গড়ে তুলতে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট উৎসব বলে জানা যায়।
অনন্ত বাদালশো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদ খাতুন বলেন তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনী থেকে ৭ জন কাউন্সিলর সরাসরি ভোটে নির্বাচিত হবে। নির্বাচিত প্রতিনিধিরা আবার একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করবে বলে তিনি জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন জানান উপজেলার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়েছে। ছোটদের মধ্যে গনতান্ত্রিক চর্চা, সেবার মন নিয়ে নিজেকে গঠন করা এবং ছোট থেকেই নিজেকে আত্মবিশ^াসী হিসাবে গড়ে তুলতেই এ ভোটের উদ্দেশ্য বলে তিনি জানান।