জানা-অজানানির্বাচন ও রাজনীতিশৈলকুপা

শৈলকুপা সাংসদ তনয়া ফারহানা উর্মী মানুষের কল্যানে ক্লান্তিহীনভাবে ছুটে চলেছেন

এম হাসান মুসা, ঝিনাইদহের চোখঃ

মার্চ মাসের ২৫ তারিখ থেকে চলছে সাধারণ ছুটি আর লকডাউন। আর এই অসময়ে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। এই জনগোষ্ঠীর সহায়তায় শৈলকুপা উপজেলার গ্রাম থেকে গ্রামে ছুটে চলেছেন ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের এমপি আব্দুল হাই এর কন্যা ফারহানা উর্মী। সাথে থাকছে ছাত্রলীগ লীগের নেতা কর্মীরা। নিজেদের জীবনের পরোয়া না করে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছে তারা।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ,একটি সাবান ও একটি করে মাস্ক।

তিনি জানিয়েছেন, এমপি আব্দুল হাই’র অর্থায়নে উপজেলার প্রতিটি গ্রামে তিনি এ ত্রাণ বিতরণ করে চলেছেন। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত নিসস্ব গাড়ীতে করে বাড়ী-বাড়ী গিয়ে তিনি ত্রান সামগ্রী পোঁছে দি”েছন। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ত্রাণ পৌঁছানোর কারনে ইতিমধ্যেই তিনি ও তার দল সকলের নজড় কেড়েছে। তিনি আরও বলেন সঠিকভাবে এ ত্রাণ সামগ্রী প্রকৃত অসহায়,কর্মহীন ও সংকটাপন্ন মানুষের কাছে পৌঁছানোই আমার দায়িত্ব ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের মাধ্যমে সরকারী ত্রান সামগ্রী বিতরণ অভ্যাহত আছে। সংকটময় এ পরিস্থিতি থেকে উত্তরণে, আঁধার কাটাতে অতি দরিদ্র মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। হুড়োহুড়ি বা শোডাউন প্রবণতার বাইরে গিয়ে তারা গরিব ও দুস্থদের ত্রাণের প্যাকেট পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। করোনার প্রভাব যতদিন থাকবে ততদিন এভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button