ধর্ম ও জীবন

ঝিনাইদহে যাকাত ফান্ড হতে দুস্থদের মাঝে অর্থ বিতরণ

ঝিনাইদহের চোখঃ

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে ২০ এপ্রিল ২০২০ তারিখে সকাল ১০.০০টায় নিজস্ব মিলনায়তনে সরকারি যাকাত ফান্ড থেকে ২০১৯-২০২০ অর্থ বছরের জেলার ৬টি উপজেলায় সর্বমোট ২,৬৮,০০০/- (দুই লক্ষ আটষট্টি হাজার) টাকা বরাদ্দ প্রদান করা হয়।

সদর উপজেলার বরাদ্দকৃত টাকার মধ্যে ৭১,০০০/- টাকা প্রত্যেককে ১০০০/- টাকা করে ৭১ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফ উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঝিনাইদহ। সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল হামিদ খান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোঃ আবু বকর ছিদ্দীক, অধ্যক্ষ, ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসা, ঝিনাইদহ। এছাড়া অন্যান্য ৫টি উপজেলায় বাকী ১,৯৭,০০০/- টাকা বরাদ্দ প্রদান করা হয় যা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। অতিথিবৃন্দ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল অসহায়, এতিম ও দৃঃস্থ ব্যক্তিদেরকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সকল স্তরের কর্মকর্তাসহ সকলকে একযোগে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমাদেরকে আতঙ্কিত না হয়ে বরং সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন ব্যতিরেকে ঘরের বাইরে বের না হওয়া এবং জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেন। পরিশেষে ভয়াবহ এই করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button