ঝিনাইদহে যে কোন ধরণের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন–মেয়র মিন্টু
ঝিনাইদহের চোখঃ
প্রিয় ঝিনাইদহবাসি,
আসসালামু আলাইকুম….
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ ঝিনাইদহে দুইজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ এসেছে….
এটা ভাববার বিষয় হলেও আমাদেরকে এই চরম সত্য মেনে নিতে হবে এবং পথ চলতে হবে…
যে দুইজন আক্রান্ত হয়েছে তারা ঢাকা এবং মাদারীপুর থেকে ঝিনাইদহ এসেছে। তাদের করোনা পজেটিভ হলেও তারা এখনও স্বাভাবিক আছে…..
কিন্তু আমি ইতোমধ্যে দেখছি আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারের ছবি ও নাম ঠিকানা সামাজিক মাধ্যমে আপনারা যারা নিজেকে অনেক জ্ঞানিগুনি ও সচেতন ভাবা লোকজন প্রকাশ করছেন এবং সামাজিকভাবে তাকে ও তার পরিবারকে হেয় করার চেষ্টা করছেন….. এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপার ……
এর তীব্র নিন্দা জানাচ্ছি..
এই ব্যাপার গুলো থেকে আশাকরি আপনারা বিরত থাকবেন…..
আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারকে বিভিন্ন ভাবে সাহস যোগান এবং প্রয়োজনে পাশে দাঁড়ান ….
ইতোমধ্যে ঝিনাইদহ শহরে প্রথম করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা ও মানসিকভাবে সাহস দেওয়া হয়েছে।ঝিনাইদহ জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং সিভিল সার্জন এর নির্দেশক্রমে সদর হাসপাতালের মেডিসিনের কনসালট্যান্ট ডাঃ মোঃ জাকির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ফাল্গুনী রানী সাহার নেতৃত্বে একটি টিম রোগীর সাথে দেখা করেছে এবং সার্বিক চিকিৎসা সেবা প্রদান করেছে।রোগীর শারীরিক অবস্থা ভালো আছে। আমিও রোগী এবং তার পরিবারের সবার সার্বিক খোজ-খবর নিয়েছি এবং এই বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছি….।
আমি পূর্বেও বলেছি এখনো বলছি ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সহ আক্রান্ত এলাকা থেকে যারা ঝিনাইদহ এসেছেন তারা গৃহে অন্তরীণ থাকুন, গৃহে অন্তরীন থাকুন।
যেকোনো প্রয়োজনে আমাদের হট লাইনে যোগাযোগ করেন….সার্বিক ভাবে আমাকে সর্বদা পাশে পাবেন… যদি আপনারা গৃহে অন্তরিন না থাকেন তা হলে আজ ২ কাল ১০ জন তারপরে ২০ জন এভাবে আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে, পরে এক সময় মহামারী আকার ধারণ করবে, তাই এ থেকে বাঁচার একমাত্র উপায় হল ঘরে থাকা…..
আক্রান্ত এলাকা থেকে যারা ঝিনাইদহে এসেছেন আগামীকাল থেকে তাদের বাড়িতে বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ করা হবে এবং যেকোনো চিকিৎসা সেবা ঘরে বসেই আশা করি আপনারা পেয়ে যাবেন….
বিশেষ সমস্যা হলে ডাক্টারকে অবশ্যই অবহিত করেন….।
আতংকিত না হয়ে সচেতন হন….
আপনাদের জন্য আমরা বাইরে আছি আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য এবং সকলের মঙ্গলের জন্য আপনারা ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন,ঝিনাইদহ এবং ঝিনাইদহ পৌরসভার মাধ্যমে দ্বিতীয় পর্যায়েও প্রায় ১৫ হাজার মানুষের নিকট খাবার পৌঁছে দিয়েছি, এখনো চলছে মানবিক এই কার্যক্রম….
আশা করি ঝিনাইদহের কোনো মানুষ নিরন্ন থাকবে না..
জরুরী প্রয়োজনে ঝিনাইদহের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন অফিস এবং ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে দেওয়া হটলাইনে যোগাযোগ করুন…..
আবারও বলি
“সংকটে হয়ো না ম্রিয়মাণ, গোপন রহি গভীর প্রাণে..
আমাকে বলো….
সবাইকে সকল প্রকার গুজব প্রচার থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
সরকারি বিধিনিষেধ মেনে চলুন…
নাগরিক হিসেবে যে দায়িত্ব সেগুলো অবশ্যই মেনে চলুন..