করোনা ভাইরাস—মিঠুন কুমার কর্মকার
ঝিনাইদহের চোখঃ
উহান শহর থেকে যাত্রা শুরু
তোমার ভয়ে বিশ্ব এখন দুরু দুরু।
চিনে যখন ছিলে তুমি,
চিন্তামুক্ত তখন আমার ভূমি।
ভাবনাই ছিলো না তোমার ভয়াবহতা নিয়ে
তাচ্ছিলো করে কাটিয়ে দিয়েছি এখানে ওখানে গিয়ে।
সভা সমাবেশে হাজির হয়ে,
আমি চলেছি নির্ভয়ে।
যখন তুমি আসবে, ভাববো তখন তোমায় নিয়ে
এখনতো বেশ আছি কাটাইনা একটু আড্ডা দিয়ে!
এমন করে পার করেছি দিনের পর দিন
বুঝলাম শেষে আমি কত অসহায়, তোমার কাছে পরাধীন।
তুমি কখন নিরব ভুমিকায় আসলে মৃত্যু পুরির ছদ্মবেশে!
হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন, বসে আমার দেশে।
তুমি যে কত গ্রাস করেছো তাজা তাজা প্রাণ
ভাবলেই এখন মন করে আনচান।
তোমার কড়াল থাবা এবার বসালে আমার দেশে
তোমাকে অবহেলায় কত দুরে ঠেলে দিয়েছি বুঝলাম অবশেষে।
মানিনি কোনো নিয়ম কানুন মানিনি সরকারি বিধি
অবহেলা করে এখন আমার করুণ পরিণতি।
কখন যে বাসা বেধেছো আমার দেহের জ্বরে
আস্তে আস্তে পেলাম তার লক্ষণ কিছুদিন পরে।
না জানি হাঁচি কাশি দিয়ে ছড়িয়েছি তোমাই আমারি অজান্তে
ভেবেছি তুমিতো আছো দুর দেশের সীমান্তে।
এটা ভেবেই করেছি অনেক ভুল
দায়ী আমি! জানি না কবে হবে এর নির্মুল?
১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে না থেকে চলেছি আপন মনে
ছোট্ট একটি আমার ভুলে আক্রান্ত এখন জনে জনে।
লক ডাউনও মানিনি আমি
বুঝিনি জীবন যে কত দামি
এখন বুঝতে পারি….. সবি ছিলো আমার বোকামি!
সব হারিয়ে আমি এখন বসে ঘরে
পাশে নেই কেউ মনের মধ্যে ভয়ে ধরে।
কখন মৃত্যু পুরি থেকে আসবে জম,
এক নিমিষেই ছিনিয়ে নেবে আমার দম।
শুধু চিন্তা আর চিন্তা আমরা কেমন মানুষ
পৃথিবী এখন নিস্তব্দ হারিয়ে তাদের হুষ।
এর জন্য দায়ী হে তুমি করোনা
আমার মতো সবার সাথে করলে কেন ছলোনা?
তোমার ভয়ে আমরা ধনী,গরিব এখন সবাই সমান
এক কাতারে এখন ডাকি হে আল্লাহ,গড,ভগবান।
খ্যাতির দাম্ভিকতা এখন নেই আমার,
তুমি চুর্মার করে দিয়েছো সব ক্ষমতা, বিত্তের অহংকার।
তুমি শিখিয়ে দিলে আমায় হিংসা, ঘৃণা আর নয়
বাঁচতে হলে ভালোবাসা দিয়ে সবকিছুকে করতে হবে জয়।
তুমি এও বুঝিয়ে দিলে টাকায় সব নয়,
প্রকৃতি চলে তার নিজিস্ব গতিতে তাই তাকেই করতে হবে ভয়।
ও হে তুমি এও জানিয়ে দিলে একজন দামি হলো ডাক্তার,
যিনি মৃত্যুর হাত থেকে একটু হলেও বাচাতে পারে আমার।
তবে হে তোমার কারণে বেড়েছে দানের পরিধি জীবিকার দরকারে,
তাই বাঁচার জন্য ধনী, গরিব সবাই আমরা এখন দাঁড়িয়েছি এক কাতারে।
হে করোনা যদিও তোমার ভয়ে আমিসহ সবাই দুরু দুরু
মনে রেখো তুমি, তোমাকে হারিয়ে পৃথিবী একদিন কর্মচঞ্চলতায় করবে শুরু।
মানুষ হিসেবে যদিও আমরা ছিলাম নির্লজ্জ, স্বার্থনেশী
তোমার ভয়ে ভালো হওয়ার কাতারে আমরা এখন বেশি বেশি।
শুধু কি তাই! অপরিষ্কার থেকে হয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন,
প্রকৃতিটাও এখন দুষণমুক্ত, প্রাণীকুলও নয় কোনো বিপন্ন।
তুমি শিখিয়েছো পরিবারের বন্ধন কত গুরুত্ব,
তাই আমিসহ সবাই এখন নিজ পরিবারে যুক্ত।
জানি তুমি চলে যাবে একদিন করোনা আমাদের ধরণী থেকে,
তাই তোমার খারাপটা ছেড়ে; তোমার ভালোটা রাখলাম হৃদয়ে গেথে।
বেচে থাকার প্রত্যাশায় করোনাকে অগ্রিম বিদায় জানাই
পৃথিবী আবার সুন্দর ও বেগবান হোক এই শুভ কামনায়।