ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র খাদ্যসামগ্রী বিতরণ শুরু
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
জেলা প্রশাসকের হাতে ৫’শ প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থাটির কর্মকর্তারা। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে ৩’শ হতদরিদ্র ও নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, আশার কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এনামুল হক, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ম্যানেজার এজাজ হোসেন, রিজিওনাল ম্যানেজার কাজী ফজলুল হক, গাড়াগঞ্জ রিজিওনাল ম্যানেজার আব্দুর রউফসহ ব্রাঞ্চ ম্যানেজারগণ। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি লবন তুলে দেওয়া হয়।
এছাড়াও জেলার ৬ টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১২’শ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।