ক্যাম্পাসমহেশপুর

চলে গেলেন মহেশপুরের শিক্ষার বাতি আনোয়ার হোসেন (আনু স্যার)

জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ

বৃহত্তর যশোর জেলার এক সময়ের গুণী ইংরেজী শিক্ষক শিক্ষার বাতি হিসেবে পরিচিত আনোয়ার হোসেন(আনু) স্যার আর আমাদের মাঝে নেই।

শনিববার দিবাগত রাত পোনে ১১টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১১টায় রামচন্দ্রপুর কবরস্থান মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এই গুণী শিক্ষক আনোয়ার হোসেনের মৃত্যুতে গোটা মহেশপুরে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল, মহেশপুর অফিসার্স ফোরামে সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আবুল বাশার, জিয়া কলেজের অধ্যক্ষ শওকত আলী, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম খাঁন চুন্নু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক আব্দুস সেলিম(মরহুম আনোয়ার হোসেন মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সেলিমের আপন চাচা)।

উল্লেখ্য, এই গুনি শিক্ষক ১৯৩২ সালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মৃত মান্দার বক্র বিশ্বাস। তিনি যশোর জেলার সুনাম ধন্য একজন ইংরেজী শিক্ষক ছিলেন। পাকিস্থান আমলে বৃহত্তর যশোর জেলার যতজন ইংরেজী শিক্ষক ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। তিনি ১৯৬২ সালে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯৮সালে তিনি অবসর গ্রহন করেন। দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থী তার কাছ থেকে দীক্ষা গ্রহন করে ব্যক্তি জীবনে সফলতা অর্জন করে তারা আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ২০১৭ সালে মহেশপুর অফিসার্স ফোরাম তাকে গুণীজন সম্মাণনা প্রদান করে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button