ঝিনাইদহে ভোক্তা অধিকারে অভিযোগ দিয়ে প্রতিকার
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়ে তাৎক্ষনিক প্রতিকার পেয়েছেন ব্যাপারীপাড়ার রাশিদুল। তিনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে পন্য কিনে প্রতারিত হয়েছিলেন তাদের কাছ থেকে ক্ষতি পুরণ পেয়েছেন।
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গত ১৩ নভেম্বর রাশিদুল ইসলামের খালু মোস্তফা কামাল সড়ক দুর্ঘটনায় আহত হন। ডাক্তারের পরামর্শে গত ১৭ নভেম্বর ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে থেকে ঔষধের তালিকা অনুযায়ী সিদ্দিক ফার্মেসি থেকে ঔষধ কেনার পর ভাউচার চেক করে দেখতে পান যে টষঃৎধপধরহব ঠরধষ ঔষধটির নির্ধারিত মূল্য ৬০.৪২ টাকা হওয়া সত্ত্বেও তার কাছ থেকে ৩০০ টাকা নেয়া হয়েছে। পরদিন ঔষধটি অন্য দোকান থেকে কমমুল্যে কিনে আগের ওষুধ ফেরত দিতে গেলে সিদ্দিক ফার্মেসি ফেরত নিতে অস্বীকৃতি জানায়।
তিনি আরো জানান, গত ২৬ নভেম্বর ২০১৮ খ্রিঃ তারিখে রাশিদুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
রোববার উভয় পক্ষের উপস্থিতিতে অভিযুক্ত প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করেন এবং জানান যে তিনি ঔষধটি ইসলামী হাসপাতাল সংলগ্ন মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন হতে ২৮০ টাকায় কিনেছেন। অভিযানিক দলের কালে মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিন এর মালিক উপস্থিত হয়ে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধটি স্বীকার করেন।
অভিযোগটি প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করে নেয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান মুন্সী সার্জিক্যাল এন্ড মেডিসিনকে ৯ হাজার টাকা ও সিদ্দিক ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
আরোপিত জরিমানার ২৫% হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা মোতাবেক অভিযোগকারী রাশিদুল ইসলামকে ২৫ টাকা নগদ প্রদান করা হয়।