পরিমিত খাবার খান, নিয়মিত হাঁটুন, সুস্থ্য ও সবল জীবন গড়ে তুলুন
ঝিনাইদহের চোখ-
‘পরিমিত খাবার খান, নিয়মিত হাঁটুন, সুস্থ্য ও সবল জীবন গড়ে তুলুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অসংক্রামক রোগব্যাধি নিয়ন্ত্রন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আজমীর ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারী সংগঠনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প।
এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাৎ হাসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, সুস্থ্য ও সবল জীবন গড়তে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহŸান জানান। সেই সাথে পরিমিত খাবার গ্রহণের জন্য সকলের প্রতি আহŸান জানাতে উৎসাহ প্রদাণ করেন। এর আগে সদর উপজেলার পোড়াহাটি কমিউনিটি ক্লিনিকে এ বিষয়ে ২ টি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।