পাঠকের কথা
মহা ঘুমের প্রত্যাশায়—-গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
প্রতিদিনের শেষেই রাত আসে ঘুমপাড়াতে
দেহের ক্ষয়রোধে নাগরিকদের চোখে
তখনো কায়িক শ্রমিকরা হাঁটতে থাকে
ঘুমের সন্ধানে রাতভর, ক্লান্তিকে শান্ত্বনা দিতে
পথে পথে, চাবুক খাওয়া ঘোড়ার মতন।
ধুলোয় কান পেতে শুনি পূর্বপুরুষদের বেদনাগীতি
রাতের বাতাসে ভেসে আসা লাঞ্ছনার বোবা শব্দ
ঝিঁঝিঁপোকার অনুকরণ করা বিরহ কান্না
যা উদ্বাস্তুদের বুকে রক্তক্ষরণের ধ্বনি।
সুবিধা খোরদের আরো জীবন্ত করে তুলতে
রাত কখন পোহায়, দিন কখন আসে
তার কোন কিছুই অনুধাবন করা হয় না কখনো
অপেক্ষায় থাকি একটি মহা ঘুমের প্রত্যাশায়…
উৎসর্গঃ ইরানি কবি সাবির হাকা