দরিদ্র পরিবারের পাশে কাতলামারি পুলিশ ক্যাম্পের এ এস আই এনামুল
জাহিদুল হক বাবু, হলিধানী, ঝিনাইদহের চোখ-
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে, এক অসহায় হত দরিদ্র পরিবারের পাশে দাড়ালেন কাতলামারি পুলিশ ক্যাম্পের এ এস আই মোল্লা এনামুল।
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মালিতা পাড়ার মৃত ইবারত হোসেনের ছেলে মকবুল হোসেন (৬০)। বেশ কিছুদিন তিনি প্যারালাইস জনিত সমস্যায় কোন কাজ করতে না পারায় সাহায্য ও ভিক্ষাবৃত্তির কাজ করে সংসার চালাতো।কিন্তূ গত এক মাস পূর্বে টাইফয়েড জনিত রোগে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি,থেমে যায় সংসারের চাকা,এক দিকে স্ত্রী সন্তান না খেয়ে অন্যদিকে নিজের চিকিৎসা খরচ কে চালাবে? তার এই অসহায়ত্বের কথা সোস্যাল মিডিয়ায় প্রকাশের পর,২৩ জুলাই বৃহস্পতিবার সকালে কাতলামারি পুলিশ ক্যাম্পের এ এস আই মোল্লা এনামুল,চাল,ডাল,আলু,তেল নিয়ে হাজির হন মকবুলের বাসায়। এ সময় তিনি এই অসহায় মকবুল হোসেনের চিকিৎসা ও বিভিন্ন খোজ খবর নেন।
এদিকে তার এই মহৎ উদ্যোগকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
এই বিষয়ে এনামুল প্রতিবেদককে জানান,আমি আমার সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারের পাশে দাড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ইতি পূর্বেও অনেক অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। এবং ভবিষ্যতেও আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকব ইনশা আল্লাহ।