ঘোড়শাল ইউনিয়নে ১৯১০ জনকে ভিজিএফ চাউল বিতরন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে।
বুধবার সকালে ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন সামাজিক দুরত্ব রেখে দু:স্থ্য ও অতি দরিদ্র গরীব খেটে খাওয়া ১৯১০ভিজিএফ ভিজি এফ কার্ড ধারীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করেন । প্
রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। এ সময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউনিয়ন আ’লীগের সভাপতি নিত্য গোপাল শিকদার ,সাধারণ সম্পাদক রনজিত বিশ্বাস, ইউপি সচিব, ইউপি সদস্য কটন বিশ্বাস, হরশিদ বিশ্বাস, আব্দুল বাতেন, সাধন বিশ্বাস,আঃ মান্নান, নাসির উদ্দিন, তসীর উদ্দীন, আশিকুর রহমান রাজিব, সোনালী বিশ্বাস, রওশন আরা, রিতা সিদ্দীকি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের আগে ১০ কেজি চাউল পেয়ে অত্র ইউনিয়নের দরিদ্র সাধারন মানুষের মাঝে হাসি খুশী ভাব ফুটে ওঠে। ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র মানুষ এসে দীর্ঘ লাইনে দাড়িয়ে চাউল নিয়ে যায়।
চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন ইউনিয়ন বাসির উদ্দেশ্য বলেন, দেশের এই সংকট মূহুর্তে জনসাধারনকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার আহববান জানান।