ধর্ম ও জীবন
বাংলাদেশি হাফেজ আকমালের ভারত জয়
হাফেজ আকমাল আহমাদ। ভারতের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছেন। ভারতের তামিলনাড়ু প্রদেশের অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। হাফেজ আকমাল আহমাদকে অভিনন্দন।
সিলেটের কৃতিসন্তান কিশোর হাফেজ আকমাল আহমাদ রাজধানীর যাত্রাবাড়িস্থ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারি তৈরির কারগর হাফেজ ক্বারি নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।
উল্লেখ্য যে, হাফেজ আকমাল আহমাদ বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে পরিচালিত কুরআনের আলো প্রতিযোগিতা ২০১৭-তে অংশগ্রহণ করে এবং প্রথম স্থান অধিকার করে।
হাফেজ আকমাল আহমাদের জন্য রইলো শুভ কামনা। আল্লাহ তাআলা তাকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।