সাবজাল হোসেন, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ কালীগঞ্জে চিত্রা নদীর পনিতে ডুবে সৌখিন (২৪) নামের এক মানষিক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে সে তার বাড়ির সামনের ব্রীজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়।
এরপর সকাল সাড়ে ৮ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সৌখিন কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আবজাল হোসেনের একমাত্র ছেলে।
নিহত সৌখিনের বড় চাচা আকরাম হোসেন জানান, সকাল সাড়ে ৬ টার দিকে ঘুম থেকে উঠে সৌখিন বাড়ির সামনের চিত্রা নদীর ওপর হেলাই ব্রীজের দিকে যায়। এরপর আশপাশের লোকজনের সামনেই সে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের অফিসার ড.মামুনুর রশিদ জানান, সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর ব্রীজের ওপর থেকে ঝাঁপ দিয়ে ডুবে যায় সৌখিন।
এরপর খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতা উদ্ধার অভিযানে নামেন। প্রায় ২ ঘন্টা চেষ্টার করে সৌখিনকে উদ্ধার করা হয়।