দিনমজুরের মেয়ের ভর্তির টাকা দিয়ে ভবিষ্যৎ স্বপ্নবুননে সঙ্গী মেয়র মিন্টু
গুলজার হোসেন গরীব, ঝিনাইদহের চোখ-
সাইদুল করিম মিন্টু, মেয়র, ঝিনাইদহ পৌরসভা।
তিনি যে মেয়েটির হাতে টাকা তুলে দিচ্ছেন
এই মেয়েটি এবছর ঝিনাইদহ নূরুন্নাহার মহিলা কলেজে চান্স পেয়েছে।
মেয়েটির বাবা একজন দিনমজুর, মাটাকাটা কাজ করে
তাকে প্রতিদিন ভোরে দেখা যায় ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে।
কেউ তাকে দাবা বলে ডাকে, প্রকৃত নাম সাব্দার।
সাব্দার ভাই আমাদের (পাগলা কানাই মোড় শ্রমিক সংঘ) এর সদস্য।
গত ১১/৯/২০২০ তারিখে আমাদের (পাগলা কানাই মোড় শ্রমিক সংঘ)
এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র, সাইদুল করিম মিন্টু,
উদ্বোধন করতে আসলে মেয়র সাহেবের কাছে
সাব্দার ভাই আব্দার করেছিলো, “আমার মেয়েটা
মহিলা কলেজে চান্স পেয়েছে টাকার অভাবে ভর্তি করতে পারছিনা”
মেয়র সাহেব বলেছিলেন “মেয়ের ভর্তির টাকা আমি দেবো”
সত্যি সত্যি আজ ১৩/৯/২০২০ তারিখ ২৫০০/= (পঁচিশশত টাকা)
মেয়েটির হাতে তুলে দিলেন। শিক্ষার আলো-ই প্রকৃত আলো।
আমাদের মতন মানুষের, ছেলে মেয়েদের শিক্ষালাভের সুযোগ করে
দেয়ার জন্য, ঝিনাইদহ পৌরসভার মেয়র, সাইদুল করিম মিন্টু,কে
জানাই অনেক অনেক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি
আশাবাদ ব্যক্ত করি, এমন মানুষই হোক আমাদের জননেতা,
প্রতিনিধি, অভিভাবক। তাঁর হাতেই আলোকিত হোক
আমাদের ঝিনাইদহ, আমাদের সন্তান,আগামী প্রজন্মের স্বপ্ন ও জীবন।